ছোটগল্পকার ও কবি বিদ্যুত জাহিদ। লিখতে ভালোবাসেন, আর নিজেকে পড়তে ভালোবাসেন। ইস্কুল বেলা থেকে লেখালেখির অভ্যাস। অন্তর্মুখি অথচ আড্ডাবাজ এই লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘একা আমি শ্রাবণ’ যেমন আলোচিত তেমনি সারা জাগানো ছোটগল্পের বই ‘বুকে বৃষ্টির শব্দ’। নদী, নারী, প্রকৃতি ও প্রেমের এক কাব্যগাঁথা ‘নদীর নাম পারুল’।