অবিশ্বাসী হবার হাজার কারণ আছে, বিশ্বাসী হবার তুচ্ছ একটা কারণই যথেষ্ট। অবিশ্বাসী হয়ে ওঠা অসাধ্য নয়, জন্মে জন্মে বিশ্বাস পয়দা হয় না, পাত্র বিশেষে বিশ্বাস জুড়ে যায়। বিশ্বাস যতই বিস্তৃত হোক, সবাইকে সন্তুষ্ট করার সাধ্য কার আছে? থাকলে থাক, না থাকলে না থাক –নিশ্চিত থাকো বিশ্বাস ভাঙ্গার জন্য সাহস লাগে না, ‘ভালোবাসি’ বলতে অনেক অনেক সাহসের দরকার হয়।