“ধর্ষণের তত্ত্ব তালাশ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ধর্ষণের মতাে বহু কৌণিক ও বহুমাত্রিক বিষয়কে দার্শনিক এবং তাত্ত্বিকভাবে বিশ্লেষণের কাজ সম্পন্ন হয়েছে এই গ্রন্থে। পরুষতন্ত্র ও নারীবাদের মধ্যকার দ্বান্দ্বিকতায় এই ধর্ষণ প্রসঙ্গ সবিস্তারে আলােচিত হয়েছে উদাহরণ, স্থান ও সময়ের নিরীখে। ঐতিহাসিক বিবর্তনের আলােকে নারী-পুরুষ সম্পর্ক, অর্থনেতিক পটপরিবর্তন, যৌন নৈতিকতার রূপ-রূপান্তর বিশ্লেষণের মধ্য দিয়ে সাবলীলভাবে ধর্ষণ বিষয়টিকে সামনে তুলে আনা হয়েছে। তাত্ত্বিকভাবে বিচার-বিশ্লেষণ হলেও সহজবােধ্য এই গ্রন্থ পাঠের মধ্য দিয়ে পাঠক ধর্ষণ প্রসঙ্গের সার্বিক জিজ্ঞাসার জবাব পাবেন।