শাহিন সপ্তমের কবিতা পড়ার পর মনে হতে পারে আর কিছু অবশিষ্ট নেই, অদ্ভুতভাবে কবিতার অনুরণন পাঠকের হৃদয়ে রয়ে যাবে। কবি তার কাব্যজগতকে এমনভাবে নির্মাণ করেছেন, যেখানে প্রেম, প্রতীক্ষা, আক্ষেপ, হাহাকার ও দ্রোহ সহাবস্থানে থেকেও যেন অবলীলায় এক অচেনা দ্যোতনা তৈরি করেছে। সমাজের নানা অসঙ্গতিকে কাব্যে ধরেছেন নিজের নীতিতে এবং কবি হৃদয়ের বিদগ্ধতার কথাও কাব্যে এনেছেন নিজস্ব ভঙ্গিতে। কোনো কোনো কবিতায় পাঠকের মনে হতে পারে হঠাৎ যেন অতীত উঁকি দিয়ে আবার নিমিষেই মিলিয়ে গেছে। এখানেই কবির সাফল্য। পাঠককে নিপুণভাবে একটা ঘোরলাগা জগতে ছেড়ে দেন কবি; তারপর আবার সেই জগৎ থেকে হঠাৎ ফিরিয়েও আনেন। এই রহস্যময়তার ভেতরই এক অদ্ভুত হাহাকার এবং একইসঙ্গে আনন্দময়তা বুনে দিয়েছেন কবি। আশা করি, ‘পাথুরে ফুলের গন্ধে’ গ্রন্থটি পাঠকের মনে সুবাস ছড়াবে।