লোভ, গীবত, হিংসা, নিন্দা, অপবাদ তোমাদের এই শহরের অলংকার। ডুব দিয়েছি প্রকৃতির শান্ত, শীতল, পবিত্র প্রবাহে ঝেড়ে ফেলেছি তোমাদের ঐ তথাকথিত সমাজের অলংকার। প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়েছি গায়ে মেখেছি প্রকৃতির সাজ সর্বাঙ্গে মোর প্রকৃতির রূপ প্রকৃতির সবুজ। অবশেষে-আমি প্রকৃতির সন্তান! মর্ত্যরে মিছে ঘুম ছেড়ে খোদায়ি ঘুমকে বরণ করে নিব চিরকালের জন্য – স্রষ্টার ডাকে পবিত্র ঘুমে সত্যিকার ঘুম দিব খাটিয়ায় করে আঁতর খোশবু মাখানো সাদা ধবধবে বসনে আমার অন্তিম যাত্রা হবে কাঁঠাল গাছের ছায়া শোভিত হিম শীতল ধরণির মাটির বিছানায় চিরতরে আসন নিব হারাব আমি মহাকালের অতল গহব্বরে। পরিচয় হারিয়ে নাম হারিয়ে কপালে জুটবে মোর একটি ঠিকানা চিরকালের স্থায়ী পরিচয় একটি খোদাই করা নামফলক- কবরবাসী মৃত!