প্রচলিত বিষয়বস্তুর বাইরে গিয়ে কবিতা লিখার চেষ্টা করেছি, চেষ্টা করেছি কবিতায় নতুনত্ব আনতে। এমন কবিতা লিখতে চেয়েছি যা পড়লেই শেষ হয়ে যায় না। থেকে যায় অনুভূতির বাঁকে, ভালোলাগার খাতায়। এসব আমার চাওয়া ছিল এবং চেষ্টা ছিল। জানি না বাস্তবতায় একটুও আনতে পেরেছি কি না! আপনি জানাতে পারেন, আপনার পাঠপ্রতিক্রিয়া আমার জন্য নিজেকে জানার আয়না হবে…