প্রভু, পৃথিবী থেকে তোমার সৃষ্টির সেরা জীব- মানুষ বলছি… আর, তোমার সৃষ্ট প্রেমময় মনের গহিন থেকে, কামনার সুরে বলছি। ‘কল্পনা করেছি এমন একটা ভালোবাসার মানুষ দাও’ ব্যস্ত শহরের লাঞ্ছনা করা মানুষগুলোকে- কল্পনা বুঝিয়ে বলতে পারি না। কিংবা কেউ হয়তো ঠিক বুঝবেও না। কিন্তু তুমি তো বুঝো, তুমি তো জানো আমাকে। তোমার কাছে সেই বিশ্বাস নিয়ে সমর্পণ করছি। ‘একটা কল্পনা সত্যি করে দাও’ প্রিয় জান্নাত, তুমি কলঙ্কিনী নয়, তুমি একফোঁটা স্বচ্ছ শিশিরের মতো নির্মল, পরিশুদ্ধ। আমার কাছে তুমি মানে। প্রভুর বলা ঐ জান্নাতের মতো নিষ্পাপ, পূত-পবিত্র। ছাইদ