আমি ছাই করেছি এ বিশ্ব এই মর্ত্যরে করি নিঃস্ব, আমি নরককুণ্ড বানিয়েছি এনে মহাপ্রলয়ের গ্রীষ্ম। আমি ধূমকেতু, আমি উল্কা আমি তপ্ত অগ্নিকুণ্ড, আমি ভেঙে করি সব চুরমার করি বিশ্বরে শতখণ্ড। আমি রক্ত-পিপাসু হুতাশন আমি অগ্নি-গিরির ডাক, মমতাপে জ্বলছে যে স্বর্গ আমি বিধ্বংসী চক্রবাক।