মানুষের জীবনের গল্পগুলো ভিন্নভাবে সাজানো থাকে। যেমনটা থাকে বিরহের। বিরহের গল্পগুলো ভিন্নভাবে সামনে আসে আমাদের জীবনে। জীবনের উত্থান-পতনের দোলাচালে গড়ে উঠে ভাঙা-গড়ার প্রতিবিম্ব। যা জীবনের সময়কে নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা খুব অসহায় হয়ে পড়ি। আমরা মূলত এসব নির্দেশনার অভিনয় করে যাচ্ছি রোজ। নৈঃশব্দ প্রপাত মূলত সমাজের বিরহ-বেদনার আর না মেলানো সুরের গল্প। যেখানে আমরা অসহায় হয়ে পড়ি নিয়তির কাছে। হার মেনে যায় প্রতিটি গল্পে। লেখক তার উপন্যাসে সেই গল্পকে তুলে এনেছেন যেখানে আমরা এসব বেদনাবিধুর স্মৃতির অভিনেতা হয়ে দাঁড়িয়ে আছি। লেখকের এ উপন্যাস পাঠকহৃদয়ে আন্দোলন জাগাবে আর আমাদের ভেতরের হাহাকার মঞ্চকে সামনে নিয়ে আসবে বলে বিশ্বাস রাখি। প্রকাশক অক্ষরবৃত্ত