কবিত্ব জাহির করার হীন-বাসনা আমার নেই, অথবা চাই না কেউ আমাকে কবি বলে ভর্ৎসনা করুক। তোমার কাছে প্রত্যাখ্যাত হওয়ার যাতনা, আঙুলের ভাঁজে আঙুল রাখতে না পারার তুমুল কষ্ট, তোমার দেওয়া নিদারুণ অবহেলা আমাকে তিলে তিলে প্রেমিক করে তুলেছে। মূলত আমি কবি হতে চাই না, চাই তোমার নাগর হতে। আমি চাই আমার জ্বর তোমায় পুড়িয়ে মারুক, আমার মনখারাপে তোমার চোখে জল আসুক, ভয়ংকর মহামারির মতো তোমার হৃদয়জুড়ে প্রেমের সংক্রমণ হোক আমার জন্য। আমি চাই কুয়াশার আবরণ সরিয়ে তুমি ক্রমে ধেয়ে আসো, দখল করে নাও আমার বেভুল অরণ্যের আনাচকানাচ।