আমার সব শেষ হয়েছে শুধু তোমাকে দেখার ইচ্ছেটুকুই শেষ হয়নি। একটিবার বলো কোথায় আছ তুমি? আমি দুরন্ত চিতার মতো ছুটে যাব নয়তো মেঘের চিলের মতো উড়ে যাব। আমার সকল দুঃখ-ক্লান্তি-দীপ্তি অধঃপতনের সীমা ছাড়িয়ে ছুটে যাব আমি তোমাকে দেখার জন্য। তোমাকে দেখার জন্য আমি মহাশ্মশানের গর্ভাঙ্কে ঢুকব তীব্র অগ্নিকু-লী বিচরণ করব শরীর ভস্মে যাবে? ভয় নাই! শুধু তোমাকে দেখতে চাই কত বছর তোমাকে দেখি না!