তেইশ! সময় তােমার এখনি,জেগে উঠার। যুবক বয়স জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মনস্তাত্ত্বিক প্রবৃদ্ধি, সামাজিক সম্পর্ক ও আধ্যাত্মিক উন্নতির সমন্বয়ে যৌবনকালকে গড়ে তুলতে হয়। জ্ঞান-দর্শন ও মননে একজন ব্যক্তির বেড়ে উঠার উপযুক্ত ক্ষণ যৌবনকাল।আগামী ইসলামী সমাজ বিপ্লবের কান্ডারী আজকের যুব প্রজন্ম। মানুষের বয়সের ক্ষেত্রে তেরাে থেকে শুরু হওয়া তার শারীরিক ও মানসিক পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ ও চটকদার। টিন এজার (তেরাে থেকে উনিশ, তথা থার্টিন –Thirteen থেকে নাইনটিন -Ninteen) বলে আমরা মানব জীবনের যে সময়কালটাকে চিত্রিত করি, সেই সময়কালটা নিয়েই আমাদের আলােচনা চলবে। তবে এ ক্ষেত্রে আমরা কেবলমাত্র তেরাে থেকে উনিশের মধ্যেই সীমাবদ্ধ থাকবাে না, বরং এর কাছাকাছি সময়কাল নিয়ে কথা বলবাে। এই বয়সের সাথে যে উদ্যম, যে শক্তি ও সম্ভাবনা লুকিয়ে আছে বা থাকে, তা নিয়েই বরং আমাদের আলােচনা উপস্থাপনাকে সীমাবদ্ধ রাখবাে। ইতিহাসের ধারাবাহিকতায় বিশ্বখ্যাত মানুষদের তেইশ বয়স সন্ধিক্ষণের কেমিস্ট্রি দেখিয়েছে। পাঠকবৃন্দ, তেইশ বয়সের একটি চমৎকার সমীকরণ দেখতে পাবে। ইসলামী আদর্শ ও নৈতিক শক্তির বলয়ে জ্ঞান, হিকমাহ ও আখলাকী চেতনায় যুবক সম্প্রদায় আবার জেগে উঠবে, ইনশাআল্লাহ।