এই উপমহাদেশের আড়াইশ তিনশ বছরের ইতিহাসের সেরা বিশ্বাসঘাতক মিরজাফর। কিন্তু আমাদের জীবদ্দশায় আমাদের সামনে যে বিশ্বাসঘাতকতার ইতিহাস বংগবন্ধুকে সপরিবারে হত্যা করে সৃষ্টি করা হলো যার কোনো তুলনা সভ্য জগতের ইতিহাসে নেই- সেই হত্যাকারীরা তো মীরজাফরের চেয়ে অনেক বড় বিশ্বাসঘাতক সমসাময়িক । আরও কিছু ঘটনা নিয়ে আব্দুল মান্নান খান রচিত “বিশ্বাসঘাতকেরা মরে না”।