ছড়াগুলি শেখ মুজিবের লেখা নয়, তবে শেখ মুজিবকে ঘিরে লেখা। কিছু ছড়ার বয়ানে শেখ মুজিব, আবার কিছু ছড়ার নেপথ্যে শেখ মুজিব। আবার কিছু ছড়া লেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণীকে নিয়ে। অবশ্যম্ভাবী হওয়াতেই ছড়ার বিষয়বস্তুতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সপরিবার জাতির জনকের খুন হওয়ার ঘটনা এবং অনুভব ঘুরে ফিরে এসেছে।