‘মা’ উপন্যাসটিতে একজন মা ও তার সন্তানদের বেড়ে ওঠার একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে মাতৃভালােবাসা ও সন্তানদের মায়ের প্রতি ভক্তি ও ভালােবাসার চিরন্তন রূপটি রূপায়িত হয়েছে। মায়ের জীবনের শৈশব থেকে কবরযাত্রা পর্যন্ত আলােকপাত করা হয়েছে। যেটা পাঠকের মনে নিজ মায়ের প্রতি ভালােবাসা বােধ জাগ্রত করবে বলে আমার বিশ্বাস। মানবজীবন ঘটনা বহুল। একটি পরিবারে সংঘটিত অনেকগুলাে ঘটনার মধ্যে থেকে আমি সেই ঘটনাগুলাে তুলে ধরেছি যা পাঠককে চমকিত করতে পারে, নিয়ে যেতে পারে নতুন অভিজ্ঞতার রাজ্যে।