প্রখ্যাত গীতিকার ও জনপ্রিয় শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদের দুর্দান্ত লেখনীতে ১৯৭১ সালের ভিন্ন এক প্রেক্ষাপট সুচারুভাবে বর্ণিত হয়েছে ! একটি পরিবারের গল্পেই যেন ঢুকে পড়ে পুরো বাংলাদেশ! প্রতীকি ব্যঞ্জনায় সেখানেই যেন জন্ম হয় বাংলাদেশের! টান টান উত্তেজনা আর মুহুর্মুহু উৎকণ্ঠা, মৃত্যু ও জন্মের কান্নায় এ উপন্যাস যেমন স্বকীয় বৈশিষ্ট্যে আলো ছড়িয়েছে; তেমনি বিজয়মাল্যও ছিনিয়ে এনেছে! পুরো কাহিনীর স্বাদ নিতে পড়ে দেখুন; নিরাশ হবেন না!