লেট লতিফ মূলত দুই বন্ধুর গল্প। লতিফ এবং সাগর। মফস্বল শহরের লতিফ একটি বর্নাঢ্য চরিত্র। সে বড়লোকের ছেলে, দূরন্ত। সে প্রেমিক, পড়াশোনায় মনোযোগী নয়। সে মেয়েদের পেছনে ঘোরে, আবার জনসেবাও করে। কিন্তু প্রতিটি কাজেই সে লেইট। সেই লেইট লতিফ এখন মৃত্যুশয্যায়। কোভিডে আক্রান্ত। তার বন্ধু কাম ভগ্নীপতি কাম সম্বন্ধী সাগর এই গল্পের লেখক। সে লতিফের আরোগ্য কামনা করছে। এটাই হলো মূল গল্প।