“আরো কথা মুক্তিযুদ্ধের” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ওরা ঢাকা কাপিয়েছিল। কর্মব্যস্ত শহরের বুকে একের পর এক অপারেশন চালিয়ে ওরা হানাদার পাকিস্তানিদের সন্ত্রস্ত করে তুলেছিল। ১১টি সেক্টরে বিভক্ত সারা দেশের রণাঙ্গনে সৈনিকেরা যখন সম্মুখযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে মােকাবিলা করে চলেছিল তখন এরই পাশাপাশি গেরিলা অভিযানে কাঁপিয়ে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর।
দেশজুড়ে বিস্তার লাভ করা মুক্তিযুদ্ধের বহু ঘটনা বহু কাহিনী ছড়িয়ে রয়েছে সারা দেশের আনাচে কানাচে। সব ঘটনা হয়ত ইতিহাস নয়, তেমনি সব ঘটনা বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার মতও নয়। প্রত্যেকটি ঘটনারই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এসব ঘটনাকে গুরুত্বহীন করে দিলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিষ্প্রভ হয়ে পড়ে। যেখানে যেভাবেই মুক্তিসংগ্রামী মানুষ লড়াই করেছে, আত্মত্যাগ করেছে সে সব ঘটনা, সে সবের মাহাত্মকে ইতিহাসে যথাযথভাবে ধরে রাখা জরুরি। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় উপাদান হিসাবে এগুলির গুরুত্ব নিঃসন্দেহে অপরিসীম। মনজুর আহমদ এর ‘আরাে কথা মুক্তিযুদ্ধের’ বইটি এ ধরনেরই কিছু ঘটনার প্রামাণ্য বিবরণ।