জাতিরাষ্ট্র গঠিত হতে শুরু হওয়ার পর থেকে পুরনো বাতাবরণ পাল্টে গেল। তখন থেকে সদস্য-সংখ্যার উপর নির্ভর করে গোষ্ঠীগুলোর ভাগ্য নির্ধারিত হয়ে চলেছে। কেক ছোট, খানেওয়ালা বেশি। আমি সংখ্যাগুরু, কেকের বেশিরভাগটা আমিই খাবোতুমি সংখ্যালঘু, তোমাকে কিচ্ছু দেবো না। সংখ্যালঘু বিনাপ্রতিবাদে মেনে নিলে সাধারণত তেমন সমস্যা নেই। অন্যথায় লঘুরাঘাতে সংখ্যালঘুর জীবন অসহনীয় করে তোলে সংখ্যাগুরু সম্প্রদায়, দেশে-বিদেশে, পৃথিবীব্যাপী। সরকারগুলো বাধ্য হয়ে প্রকাশ্যে-অপ্রকাশ্যে সংখ্যাগুরুর পক্ষে থাকে, কারণ এখনো এই ‘কুসংস্কার’খানা বলবৎ রয়েছে যে সরকার গঠিত হয় জনমতের ভিত্তিতে। অতি সংক্ষেপে এই হচ্ছে দেশে দেশে ‘আন্তঃজাতিক’ সম্পর্কের টানাপড়েন।