দুরন্ত এক সময়ের নাম শৈশব। কল্পনায়, আবেগে, প্রেমে, দ্রোহে টইটম্বুর এক জীবনের নাম শৈশব। জীবন তখন জীবনরসে কানায় কানায় পরিপূর্ণ। নবীন শরীরে আর মনে অফুরন্ত ভালোলাগার বোধ জেগে থাকে সর্বক্ষণ। অক্লান্ত ভালোলাগার দুর্বিনীত সেই সময়ের নাম শৈশব। নতুন সেই জীবনোৎসবে তখন শুধুই আমন্ত্রণের পালা। বন্ধুত্বের আমন্ত্রণ, ঘুরে বেড়ানোর আমন্ত্রণ, বিচিত্র-বিপুল প্রকৃতিকে আমন্ত্রণ, নতুন মূল্যবোধ ও আদর্শকে আমন্ত্রণ, প্রেমের আমন্ত্রণ, দ্রোহের আমন্ত্রণ, সত্য ও সুন্দরের আমন্ত্রণ। এমনকি বিশৃঙ্খল জীবনের আমন্ত্রণও এই সময়েরই অধ্যায়। আর জীবনের এই অফুরন্ত উৎসবের তীর্থভূমি হলো স্কুল। পড়াশুনায় কে কেমন সেই হিসাব-নিকাশে না গিয়েও বলা যায়, স্কুলের স্মৃতি মধুময়। বিশেষ করে স্কুলের সেই স্মৃতিগুলো যখন অসাধারণ প্রতিভাধর লেখকগণ তাদের গল্পের বিষয় করে তোলেন তখন তার মাহাত্ম্য, তার রসের ধারা, তার আনন্দের ফোয়ারা, তার ঔজ্জ্বল্য কতভাবে যে ঠিকরে পড়ে তা বলে শেষ করা যাবে না।