চা, কফি কিংবা পানশালা-যেখানে শৈশব থাকুক না কেন, জলফড়িং ধরার আশায় বাড়িয়ে তোলে তার চিবুক। শিকড় গজানোর ছলে তার বিস্তার লাভ করে কিন্তু জ্যোৎস্না ও হারিয়ে ফেলা কাদাপথ আজীবন পিচ্ছিলই থেকে যায়। ট্রাক ড্রাইভার কিংবা মুদির দোকান তাকে আজও প্রশ্নবিদ্ধ করে রাখে-কাফকার গল্পের মতো, সেখানে হয়তো বা নদী আসে, সবজিবাগান বেড়া ডিঙিয়ে মাঝে মাঝে ঢুকে পড়ে অতীতের কোনো তাবিজের খোঁজে কিংবা জলফড়িংয়ের পিছু ছুটতে ছুটতে হারিয়ে ফ্যালে নিজেকে অথবা সবাইকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়-মৃত্যুর কিংবা ডানা-ঝাঁপটানোর।