যদিও ফুটবলের চেয়ে কম দেশ ক্রিকেট খেলছে তবুও বর্তমান সময়ে ক্রিকেট নি:সন্দেহে বাংলাদেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় খেলা। ক্রিকেট খেলা পছন্দ করেন না বা দেখেন না এমন মানুষের সংখ্যা আজ বিরল। কেউ মাঠে গিয়ে, কেউবা ঘরে বসে টিভির সামনে ক্রিকেটের স্বাদ নেন। অফিসে, ড্রয়িং রুমে, ক্লাবে, এমন কী দোকানে বা চায়ের দোকানে পর্যন্ত টিভিতে ক্রিকেট খেলা দেখার দৃশ্য আজ চিরচেনা। যে যেখানেই দেখুন বা খেলুন সবার খেলাটিকে সবার ভালো করে জানা ও বোঝা দরকার। খেলা সম্পর্কে পুরোটা জানা না থাকলে বা সবটুকু না বুঝলে সে খেলা খেলে বা খেলা দেখে পুরোটা আনন্দ পাওয়া যায় না। ক্রিকেটার, আম্পায়ার, স্কোরার, ক্রীড়া-সাংবাদিক, দর্শক, পাঠক সাধারণ মানুষ সবার ক্রিকেটের আইন কানুন জানা খুবই অপরিহার্য। তাতে করে আর কিছু না হোক অনেক অহেতুক বিতর্ক এড়ানো যায়। যারা অল্প-সল্প ক্রিকেট জানেন বা একেবারেই জানেন না অথবা যারা অনেক জানেন, মনে করেন সবটা জানেন এবং সাথে বাড়তি আরো কিছু জানতে চান; এ বই তাদের সবার জন্যে। বইটিতে ক্রিকেটের জন্ম ও বেড়ে ওঠা থেকে শুরু করে ক্রিকেট খেলার আইন-কানুনসহ আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যা ক্রিকেট জানা বা না জানা সবার প্রয়োজনে আসবে। আছে ক্রিকেটের আইন সংশ্লিষ্ট প্রশ্নোত্তর। বইটি সব বয়সের পাঠকের ভালো লাগবে এবং উপকারে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর সবার ভালো লাগলে লেখক ও প্রকাশকের শ্রম সার্থক হবে। দুলাল মাহমুদ সম্পাদক, পাক্ষিক ক্রীড়াজগত সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি