বাইরে প্রচন্ড কান ফাটানো হুড়ুম দাড়ুম শব্দ। আকাশ ফাটানো চিৎকার আর চেঁচামেচি। প্রাসাদের সবার তো কানে তুলো দেয়া। রাজার তুলো গোঁজা বন্ধ কানে পুরোপুরি শব্দ না গেলেও মনের দরজা তো আর বন্ধ করা যায় না। শিরশিরিয়ে রাজ্যির ভয় গেলো মনের মধ্যে ঢুকে। রাজাকে অথর্ব করে ফেললো। রাজা ওঠেও না, নড়েও না, চড়েও না। লেপের মধ্যেই নিজেকে ঢেকে ঢুকে রেখে শুয়ে আছে তো শুয়েই আছে।