বাংলাদেশ এর স্বনামধ্য কিছু নবীন-প্রবীণ কবিদের উপস্থিতিকে সার্থক করেছে ‘স্বপ্নসিঁড়ি’ কাব্যগ্রন্থটি। বর্তমান গ্রন্থের পাণ্ডুলিপি প্রণয়নকালে কবিদের রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্য মুগ্ধ করেছে আমায়। সব মিলিয়ে সম্পাদক মো. দেলোয়ার সোহান অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন বইটিতে যা দেখে আমি সত্যিই অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্য রস আস্বাদনে ‘স্বপ্নসিঁড়ি’ কাব্যগ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। গ্রন্থটির সম্পাদক ও সকল কবিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে বইটির সাফল্য কামনায় শেষ করছি।