একজন প্রতিভাবান ব্যক্তি সর্বপ্রথম তার চিন্তা দিয়ে দেশ ও জাতিকে নিজে উপলব্ধি করে। তারপর সেই প্রতিভাবান ব্যক্তি কিছু বলে, লিখে, কাজে-কর্মে প্রমাণ করে দেশ ও জাতিকে ভালোর দিকে আহ্বান করে। আর এভাবেই মহাকাব্য, মহাগ্রন্থ হয়ে যায় কলমের কালি দিয়ে একজন লেখক ও কবির জীবনে। ঠিক এ রকমই একজন প্রতিভাবান তরুণ লেখক রাসেল উদ্দিন সুমন তিনি আলোর খোঁজে গল্পগ্রন্থের ভিতর সুন্দর সাবলীলভাবে বর্ণনা করেছেন জীবনের আলো খুঁজতে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আলোকিত মানুষরা কীভাবে পৃথিবীতে কাজ-কর্ম করে আলোর খোঁজ পেয়ে নিজেরা আলোকিত হয়েছে এবং দেশ ও জাতিকে আলোকিত করার জীবনব্যবস্থা। জন রেখেছেন তাদের।
আমি আশা করি এই গুরুগ্রন্থ ও তরুণ লেখক এর লেখা মানুষের জীবন আর দেশ ও সমাজ উন্নতির আলোর খোঁজ পাবে। মানুষের নিজের জীবন গড়তেও। আমি লেখক এর গল্পগ্রন্থের সাহিত্যজগতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং লেখক এর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই দোয়া রইল । লেখক প্রবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।