দেশ স্বাধীন হওয়ার পেরিয়ে গেছে ৫০টি বছর। গুটি গুটি পায়ে অর্থনৈতিক শক্তি হাসিল করার সঙ্গে যুক্ত ছিল দেশের বিজ্ঞানিদের আবিষ্কারের নেশা। এই তালিকায় আছে পাটের জিন, আলুর পলি, পাট থেকে পলিথিন, ঢাকাই মসলিনের পুনুরুদ্ধারসহ আরও অনেক অর্জন। এই অর্জনে যুক্ত হয়েছে দেশেই করোনার জিন-নকশা উন্মোচন। এই আবিষ্কার শুধু দেশেরই অর্জন নয় বরং এই প্রশংসায় বাংলাদেশ পঞ্চমুখ হয়েছে বিশ্বের দরবারে। বাংলাদেশের গবেষকরা মনে করেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আরও ক্ষেত্র প্রয়োজন আছে দেশের ভেতরে। কারণ বাঙালি একটি মেধাসম্পন্ন জাতি ।
মেধাবী তরুণরা নতুন নতুন আবিষ্কারে দেশকে নিয়ে দাঁড় করাচ্ছে আরেক উচ্চতায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনকি লেখাপড়া না জানা তরুণরাও অবিস্মরণীয় সব উদ্ভাবনের মাধ্যমে তাক লাগিয়ে দিচ্ছে ভোলার এক খুদে বিজ্ঞানী রাজুও তৈরি করেছে জ্বালানিবিহীন মোটরসাইকেল। শতভাগ পরিবেশবান্ধব এ মোটরসাইকেল চলতে কোনো রকম জ্বালানি লাগবে না।