বিন্তি নামের কিশোরীর জীবনে স্বপ্ন একটাই; গ্যালাক্সির সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় উমজা ইউনিতে ভর্তি হওয়া। আর সব স্বপ্নের মতোই এরও একটা চূড়ান্ত মূল্য আছে। যদি তাকে নিজের স্বপ্ন পূরণ করতে হয়, তবে ছেড়ে দিতে হবে পরিবার, আপনজন আর মাতৃভূমির সান্নিধ্য। স্বপ্ন পূরণের আশায় বিভোর বিন্তি একদিন ঘর ছেড়ে পালায়।
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যে শাটলে চড়ে, সেই শাটলেই মুখোমুখি হয় অপ্রত্যাশিত আর ভয়ংকর এক ভাগ্যের। তার সব বন্ধুসহ শাটলের সবাইকে হত্যা করে মেডুস নামের এলিয়েনরা। বাঁচিয়ে রাখে কেবল শিপের ক্যাপ্টেন আর বিন্তিকে।
স্বপ্ন পূরণের প্রথমেই এত বড় বাধা দুঃস্বপ্নেও কখনো আশা করেনি বিন্তি। কিন্তু যেভাবেই হোক, ওকে বেঁচে থাকতে হবে, পৌঁছাতে হবে উমজা ইউনিতে। তারও আগে জানতে হবে মেডুসদের ব্যাপারে, উদঘাটন করতে হবে তাদের এই হত্যাকান্ডের পেছনের রহস্য।
অদ্ভূত রীতিনীতি, কাল্পনিক বিজ্ঞান আর জীবন্ত স্পেশশিপের এই চমৎকার সাই-ফাই আপনাকে দেবে ভিন্ন এক সৃজনশীল জগতের স্বাদ।