তিনজনেই মুকুলের ঘরের দিকে গেল। ননতু দেখল দরজার একপাশে পিরালিতে দুটি গাছে অনেক ম্যারিগোল্ড ফুটেছে। কাছে গিয়ে একটা ফুলে হাত দিয়ে বলল-
বাহ! খুবই সুন্দর তো ম্যারিগোল্ডগুলো। মুকুল বলল- এটা গাঁদাফুল । গাঁদাফুলকে ইংরেজিতে ম্যারিগোল্ড বলে- সৈকত বলল ।
আমি জানি না- বলল মুকুল ।
দরজার অন্যপাশের ফুলটি এর আগে ননতু কোনদিন দেখেনি । হাত দিয়ে স্পর্শ করতে করতে বলল-
এ ফুলটাতো অনেক লাল। সুন্দরও। নাম কি এর? এটা মোরগফুল ।
মুকুল বলল- তোদের কি খেতে দিই বলত। এই বলে ঘরের ভিতর থেকে তিন টুকরা বাতাসা নিয়ে এলো মুকুল। তখনও ননতু ফুলটা নেড়েচেড়ে দেখছে।
ফুলটা ছিঁড়ে মুকুল ননতুর হাতে দেয়।
-এটা তোমার জন্য।
-ধন্যবাদ। এটা শুকিয়ে গেলেও আমি ঢাকায় নিয়ে যাব।