আজ মেঘলা আকাশ ধূসর বিকেলের সাথে সন্ধি করেছে। হয়তো কোনো এক পুরনো গল্পকে সমাপ্তি দেয়ার জন্যই তাদের এ সন্ধি। আজ বাড়ো হাওয়া বইছে বাইরে। টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। বর্ষণমুখর বিকেল আজ কোনো এক বিশেষ উপলক্ষে নিজেকে খুব অদ্ভূত রূপে সাজিয়েছে।
প্রকৃতির কত বিচিত্র গতি। এই গতিশীল প্রকৃতির মানুষগুলোও কেমন যেন অদ্ভুত। শশীর শোকানলাহত হৃদয়ে সেই অদ্ভুত চরিত্রগুলো অসংজ্ঞয়িত। যাদেরকে পৃথিবীর কোনো যুক্তি দ্বারাই আবদ্ধ করা যায় না।
‘নীল বর্ষণ’ উপন্যাসটিতে প্রাধান্য পেয়েছে এক সংকল্পবদ্ধ কিশোরীর হৃদয়ের নীরব রক্তক্ষরণ, মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন, ছাত্রজীবনের টানাপোড়েন এবং নিয়তির নিষ্ঠুর বাস্তবিকতা।