বালি, ইন্দোনেশিয়ার শান্ত নিরিবিলি দ্বীপ আইল্যান্ডস অব দ্য গডস। পেরুর আন্দেজ পর্বতমালায় দীর্ঘ অভিযান শেষে এখানে ছুটি কাটাতে এসেছে হিরাম কেইন। ধর্মপ্রান আধিবাসীদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে গুলি চালিয়ে সশস্র সন্ত্রাসীরা তুলে নিয়ে গেলো গোত্র প্রধানের ছয় বছর বয়সী মেয়ে আয়ূকে। মানুষের বিপদে কোনদিনই হাত গুটিয়ে বসে থাকতে পারেনি কেইন, এবারও পারল না। পিছু নিল বালির কুখ্যাত গ্যাংষ্টার দ্য রোস্টারের। হাজির হলো ঘন অরন্য বেষ্টিত হিংস্র শ্বাপদে ভরপুর মাউন্ট অগাং পর্বতে। এখানেই রয়েছে পবিত্র মন্দির দ্য টাইগার টেম্পল। আরো একটা জিনিস রয়েছে এখানে, দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা জীবন্ত এক আগ্নেয়গিরি। অনেকদিন পর আড়মোড়া ভেঙ্গে জেগে উঠেছে সে। একদিকে ভয়ংকর নৃশংস এক গ্যাংষ্টার, অন্যদিকে আগ্নেয়গিরি। আয়ুকে উদ্ধার করবে কি, বেঁচে ফেরার সম্ভাবনাই যে ক্ষীন। কি করবে কেইন?