চল্লিশ ছুঁয়ে দিলেই জীবনকে একবার পিছু ফিরে দেখতে হয়। ঘিরে ধরে অপূর্ণ স্বপ্ন,ফেলে আসা জীবন,সমঝোতা,না বলা ইচ্ছে! আর বাকি জীবনটা? ধরেই নেই,এভাবেই দায়িত্ববোধেই কেটে যাক না! একটা জীবন,কী এসে যায়… কিন্তু যদি এসে যায় পূর্ণতা? এই এক জীবনেই স্পর্শ করে দ্বিতীয় জীবন? পরিচয় করিয়ে দেই…আমার শায়ান-শুভর সাথে… দ্বিতীয় জীবন…