২০২২ বইমেলায় প্রকাশিত এস এম নুর-এর কাব্যগ্রন্থ। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে বিভিন্ন ধরনের কবিতা স্থান পেয়েছে। মোট ৫০টি কবিতা রয়েছে এখানে। নীল বধূয়া, খোলা জানালা,শামুক সন্ধান, স্পর্শ , ভাঙা মন, আমি নির্বিকার নই, সৌন্দর্যের সিংহাসন, অর্ধশয়ান ইত্যাদি শিরোনামের কবিতাগুলো স্থান পেয়েছে এখানে। মোহগিরি বইটি লেখকের তৃতীয় বই।