আমাদের এই পৃথিবী সব সময় এমন ছিল না। বিভিন্ন সময়ে নানা যুগে নানাভাবে সে চলেছে, কখনো সে হয়েছে কালিমালিপ্ত, আবার কখনো সে স্বর্ণালি যুগের সোপানে চলেছে। প্রথম যেদিন আমাদের এই অগ্নিগোলক-এর ন্যায় পৃথিবী সমুদ্র থেকে উঠে এসে তার নিজের মাঝে স্রষ্টার অমূল্য দান জীবনকে ধারণ করলো, সেদিন থেকেই শুরু হলো যুগের পরিক্রমা। এই বহুযুগ বহুকালের গল্পগুলো প্রবন্ধের আকারে সংকলিত হয়েছে যে গ্রন্থের মধ্যে- তারই নাম ‘যুগের পরিক্রমা’।