সুখ দুঃখ, হাসি কান্না এই নিয়েই আমাদের জীবন। সে জীবনে আছে নানান বৈচিত্র্য। কেউ গান গায় কেউ নাচে কেউ ছবি আঁকে। বিভিন্ন কাজে সবাই জীবনটা পার করে। জীবনে আসে কষ্ট,বেদনা আর সেগুলো মানুষ গানের মাঝে সঁপে দেয় তাঁর ব্যথা,বেদনাময় গল্প। এরই ধারাবাহিকতায় কবি “ মোহসীনুল হক ” তাঁর জীবনের কিছু অংশের নিজ রচিত গান বইয়ের পাতায় স্বর্ণাক্ষরে সাজিয়েছেন। বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করি। গানগুলো বিটিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন শিল্পিরা গেয়েছেন। রেডিওতেও শোনা যায় তাঁর গান। প্রবীণ এই গীতিকারকে জানাই শুভ কামনা। দোয়া রইল তাঁর জন্য।