বিভিন্ন সময়ে লিখিত কতগুলো প্রবন্ধের সংকলন আত্মপরিচয় ও শিক্ষার সামগ্রী। এগুলো দুই ভাগে ভাগ করা হয়।
প্রথম ভাগের দ্বিতীয় প্রবন্ধখানি ১২.৫.২০১০ তারিখে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মিলনায়তনে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে পঠিত হয়। তৃতীয়টি বেফাকের উদ্যোগে ২৭.৪.২০১৩ তারিখে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থাপিত হয় ।
২০১০ সালে ঢাকার মালিবাগ জামেয়ার ত্রিশসালা দস্তারবন্দী সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মারকে চতুর্থ নিবন্ধটি মুদ্রিত হয়। মালিবাগ মাদরাসার তৎকালীন মুহতামিম ও শায়খুল হাদীস ওসতাদে মুহতারাম মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহ. এ লেখাটি পছন্দ করেন।
দ্বিতীয় ভাগের ষষ্ঠ লেখাটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত প্রফেসর চেমন আরা স্মারকের জন্য লিখিত হয়। ঢাকা থেকে মুক্ত আওয়াজ নামে একটি ম্যাগাজিন ছাপা হতো। এ পত্রিকার রেজিস্ট্রেশন প্রাপ্তির এক বছর পূর্তি উপলক্ষ্যে ২০১০ সনের জুন মাসে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওই সংখ্যায় শেষ লেখাটি মুদ্রিত হয়। অন্যান্য লেখা ঢাকার বিভিন্ন দৈনিক ও মাসিকে ছাপা হয়। গ্রন্থভুক্ত করার সময় প্রতিটি লেখাতেই সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হয়।
লেখাগুলো কম্পোজ এবং প্রচ্ছদ করেছেন স্নেহভাজন আবু আইয়ুব আনসারী। বিক্ষিপ্তভাবে ছড়ানো লেখাগুলো এক মলাটে প্রকাশে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি ।