“আমাদের ভুলগুলো কখনোই ফুল হয়ে ধরা দেয় না। বরং তা কাঁটা হয়ে আমাদের জীবনের সাথে বিঁধে যায়। বিঁধে যাওয়া সেই কাঁটায় যে রক্তক্ষরণ হয়, তা কোনো প্রায়শ্চিত্তের বলয়েই আর পূরণ করা যায় না। ভুল আমাদের জীবনে বরাবরই ক্ষত সৃষ্টি করে, আর আমরা সেই ক্ষত হওয়া গর্তেই বারবার হোঁচট খেতে থাকি। ভুলের বৃত্তেই বারবার আমরা ঘুরপাক খেতে থাকি। ভুলের সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হলে, ভুল করে নয় বরং অন্যের করা ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। হতে হবে আরও বেশি সচেতন। নিজেদের করা ভুলগুলো মানুষ যখন বুঝতে পারে তখন তা আর সংশোধনের সময় থাকে না। বেলে মাথায় চিরুনি চালিয়ে যেমন অযথায় লোক হাসানো হয়, তেমনি অসময়ে ভুলের সংশোধনও নিরর্থক এবং মূল্যহীন। তাই ভুলগুলো ছোট থাকতেই ছেটে ফেলে দিতে হয়, নচেৎ তা একটা সময় শাখা-প্রশাখা মেলে অতিকায় বৃক্ষে পরিণত হয়।”