“হে বনী আদম! তুমি যদি যমীন পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে আগমন কর এবং আমার সাথে অন্য কিছুকে শরীক না করে মিলিত হও, তাহলে যমীন পরিপূর্ণ ক্ষমাসহ আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। হাসান: তিরমিযী হা/৩৫৪০।
যে ব্যক্তি আল্লাহর সাথে অনুরূপ কাউকে আহবান করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। ছহীহ বুখারী, হা/৪৪৯৭, মুসলিম হা/৯২। রোগ-ব্যাধি ও বিপদাপদ দূর করা অথবা প্রতিরোধ করার উদ্দেশ্যে আংটি, তাগা, সুতা ইত্যাদি ব্যবহার করা শিরক আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত (ii) করা শিরক আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া শিরক।
অক্ষমকে আহ্বান করা শিরক সৎ লোকদের কবরের প্রতি মাত্রাতিরিক্ত সম্মান প্রদর্শন তাকে মূর্তিতে পরিণত করে এবং আল্লাহ ব্যতীত তার ইবাদতও করা হয়।