‘ চোখে দেখা কানে শোনা : ভিন্নদৃষ্টি ও বিকল্প চিন্তায় বাংলাদেশ ’ গ্রন্থের লেখক মাহমুদ জামাল কাদেরী একজন মুক্তিযুদ্ধা, সাংবাদিক, রাজনীতিক ও সমাজকর্মী। বিভিন্ন সময়ের পত্রীকা ও সাময়িকিতে প্রকাশিত তাঁর কিছু কলাম বা নিবন্ধ এতে সংকলিত হয়েছে। লেখাগুলোতে দেশ ও জাতিকে নিয়ে তাঁর বিভিন্ন সময়ের ভাবনার সাথে নিজের রাজনৈতিক ও সাংবাদিকতার অভিজ্ঞতার মেলাবন্ধন ঘটেছে। এসব লেখায় ঘটনা বা বিষয়ের গভীরে তিনি পাঠককে যেমন প্রবিষ্ট করাতে সচেষ্ট হয়েছেন তেমনি পূর্বাপর ইতিহাস-ঐতিহ্যের সংক্ষিপ্ত বয়ানকে নিজ অভিজ্ঞতায় উপস্থাপনের যে চেষ্টা রয়েছে তা পাঠকের চিন্তাকে আলোড়িত করবে, আশা করা যায়।