বন্ধুরা, কিশোর বাংলা আবারও হাজির জুলাই, ২০২১ সংখ্যা নিয়ে। এবার আমাদের প্রতিপাদ্য ‘বর্ষা’। বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বর্ষার ছাপ। আমাদের জীবনের এক অনবদ্য অংশ প্রকৃতির এই মনোমুগ্ধকর উপহার। এবারের বর্ষা একটু আগেভাগেই চলে এসেছে। সারাদিন সারারাত বৃষ্টির কলকাকলিতে সময়গুলো পার করছি আমরা। তোমরাও নিশ্চয়ই বর্ষাটা খুব উপভোগ করছো। যদি তাই হয়, তবে বর্ষা নিয়ে তোমরাও লিখে ফেলো সুন্দর সুন্দর গল্প, কবিতা আর এঁকে ফেলো মনোহর সব ছবি। তোমাদের আজকের এই লেখনী বা আঁকাআঁকি হয়তো বাংলা সাহিত্যে বা শিল্পজগতে খুলে দেবে নতুন দয়ার। বন্ধুরা, আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। ঈদের আনন্দ উদযাপনের সময় অবশ্যই মনে রাখতে হবে যে করোনাভাইরাসের প্রকোপ আবারও অনেক বেড়ে গেছে। তাই, তোমরা তোমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সকল প্রকার সতর্কতা নির্দেশনাগুলো মেনে চলো। ত্যাগের মহিমায় তোমাদের ঈদটা অনেক সুন্দর হয়ে উঠুক এই শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ্য থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।