স্বাধীনতা যুদ্ধের সময় নয় দশ বৎসর বয়সের বালক আমি। কোনো ধার করা বা বানানো ঘটনা নয় আমার চারিদিকে, আমার পরিবারের ভিতর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই এই বইয়ের কাহিনি।
স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হয়েছেন, লাখ লাখ নারী তাঁদের সর্বোচ্চ সম্মান বিসর্জন দিয়েছেন! আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর লাখ লাখ গল্প-কাহিনি থাকারকথা। আর এই প্রতিটি গল্প-কাহিনিই সমষ্টিগতভাবে আমাদের স্বাধীনতার দলিল। এই দলিল প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যেন তারা স্বাধীনতার সঠিক ইতিহাসকেই বুকে ধারণ করতে পারে আর তারা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে পারে। আমার কাজটি আমি করে গেলাম।