প্রায় হাজার তিনেক হাজামের বসতি হাজামপলীতে, সে পলীর বাসিন্দাদের দেখার অভিজ্ঞতা দিয়েই যেন আলম শাইন তুলে এনেছেন তাদের দৈনন্দিন জীবনচিত্র। হাজামদের সুখ-দুঃখ, ঈর্ষা-অসূয়া, রাগ-অনুরাগ, ইত্যকার মানবিক অনুভ‚তি চরিত্রগুলোর মধ্যে জীবন্ত। এমনকি তারা যে বৃত্ত ভাঙার জন্য উদগ্রীব, সেই আকুতিও রমিজ আলী হাজাম চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন লেখক। ভ্রান্ত বিশ্বাস আর সংস্কারের বশবর্তী হয়ে শেষ পর্যন্ত নানা রকম দুর্যোগে পড়তে হয় তাকে। লোভ-হিংসা আর স্বার্থান্ধতার পরিচয়ও আছে এদের চরিত্রে। প্রায় হাজার তিনেক হাজামের বসতি হাজামপলীতে, সে পলীর বাসিন্দাদের দেখার অভিজ্ঞতা দিয়েই যেন আলম শাইন তুলে এনেছেন তাদের দৈনন্দিন জীবনচিত্র। হাজামদের সুখ-দুঃখ, ঈর্ষা-অসূয়া, রাগ-অনুরাগ, ইত্যকার মানবিক অনুভ‚তি চরিত্রগুলোর মধ্যে জীবন্ত। এমনকি তারা যে বৃত্ত ভাঙার জন্য উদগ্রীব, সেই আকুতিও রমিজ আলী হাজাম চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন লেখক। ভ্রান্ত বিশ্বাস আর সংস্কারের বশবর্তী হয়ে শেষ পর্যন্ত নানা রকম দুর্যোগে পড়তে হয় তাকে। লোভ-হিংসা আর স্বার্থান্ধতার পরিচয়ও আছে এদের চরিত্রে।