আমেনার দুলাল হে নবীয়ে আরাবী!
আমরা তোমার জন্য কিছু করতে না পারি, কিন্তু কয়েকজন আবু বকর আর ওমর সর্বদাই তোমার জন্য বাকী থাকবে। কয়েকজন উসমান আর আলি হায়দার কিয়ামত পর্যন্ত তোমার জন্য লড়ে যাবে। তোমার ইজ্জতের উপর কালিমা তাঁরা সহ্য করবেনা।সব কিছু বিসর্জন দিয়ে হলেও তাঁরা তোমার নাম সবার উপরে স্হাপন করবেই ইনশাআল্লাহ।