আলহামদুলিল্লাহ্। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে হযরতজী মাওলানা ইনামুল হাসান (রহ.) এর মালফুজাত অনুবাদ করার তৌফিক দিয়েছেন। বাংলা ভাষাভাষী মুসলমানরা কম-বেশি সবাই হযরতজী মাওলানা ইনামুল হাসান (রহ.) এর দ্বীনি খিদমত এবং দাওয়াত ও তাবলীগে তাঁর অবদান সম্পর্কে অবগত। অত্র কিতাবে হযরতজী মাওলানা ইনামুল হাসান (রহ.) এর মালফুজাত সংকলন করা হয়েছে। প্রতিটি মালফুজই কুরআনের কোনো আয়াত বা হাদীসে রাসূলের কোনো হাদীসেরই ব্যাখ্যা। যা পড়ার দ্বারা যে কেউ দ্বীনি ইলমী ফায়দা পাবে। এছাড়াও অত্র কিতাবের মালফুজাত অধ্যয়ন করার দ্বারা দ্বীনি আমল ও দ্বীনি মেহনত করার ক্ষেত্রে দিক-নির্দেশনা পাওয়া যাবে। সকলের কাছে দোয়ার আবেদন যেন আল্লাহ সুবহানাহুতায়ালা মূল কিতাবের মতো অনুবাদ গ্রন্থটিকেও ব্যাপক গ্রহণযোগ্যতা নসীব করেন।