সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার এবং অসংখ্য সালাত ও সালাম নবীকুল সরদার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি এবং তার সহচরবৃন্দ ও পরিবারবর্গের প্রতি। আমরা আল্লাহ তায়ালার বান্দা আর অল্প সময়ের জন্য তিঁনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। এই অল্প সময়ের দুনিয়াতে নিরাপত্তা, হেফাজত আমাদের অনেক বড় চাওয়া-পাওয়া। আর আল্লাহ তায়ালা হচ্ছেন হেফাজত ও নিরাপত্তার মালিক ও প্রদানকারী। বিশেষ বিশেষ দুয়ার দ্বারা আল্লাহ তায়ালার কাছে হেফাজত ও নিরাপত্তা পাওয়া যায়। বর্তমানে আপনার হাতে যে কিতাবটি শোভা পাচ্ছে তা মূলত সেই রূপ কয়েকটি দোয়ারই সংকলন। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে, মানুষ কখনোই শত্রু এবং শত্রুর চক্রান্ত মুক্ত নয়। মানুষের রয়েছে মানব শত্রু, শয়তান শত্রু এবং জ্বিন শত্রু। এ সকল শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এসকল দুয়া সৃদৃঢ় দূর্গ সদৃশ্য। এই কিতাবের উল্লেখিত দুয়ার বদৌলতে আল্লাহ তায়ালা উপরোক্ত তিন শত্রুর কবল থেকে রক্ষা করতে থাকবেন। উপরন্তু কিতাবের উল্লেখিত দুয়ার বরকতে জান-মালের হেফাজতের সাথে সাথে পরিবারবর্গ ও বাড়ি-ঘরের হেফাজত হবে ইনশাআল্লাহ্।