কিতাবের শুরুতে হাদীসের সংজ্ঞা, হাদীসশাস্ত্র চর্চার লক্ষ্য উদ্দেশ্য, এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। তারপর হাদীসের প্রামাণিকতা এবং হাদীস অস্বীকারের প্রবণতার মযবুত জবাব দিয়েছেন। হাদীস সংকলনের ইতিহাস, সাহাবীদের যুগেই হাদীস সংকলনের সূচনা সম্পর্কে এবং পরবর্তী শতাব্দিগুলোতে হাদীস সংগ্রহ ও সংরক্ষণে উম্মতে মুসলিমা যে তৎপরতা দেখিয়েছে—এর বিস্তারিত বিবরণ এসেছে এ বইয়ে।