কলকাতা শহরের ইতিবৃত্ত (১ম খণ্ড)

৳ 630.00

লেখক বিনয় ঘোষ
প্রকাশক দীপ প্রকাশন (ভারত)
আইএসবিএন
(ISBN)
9789389584783
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩৫৪
সংস্কার Reprint, 2021
দেশ ভারত

‘কলকাতা শহরের ইতিবৃত্ত’ মুখ্যত কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। একটা গ্রামকে যত সহজে বােঝা যায়, জানা যায়, একটা বড়াে শহরকে তত সহজে চেনা ও জানা যায় না। যত জানা যায়, আরও জানবার কৌতুহল তত বাড়ে। এই কলকাতা শহরে জন্মে ও সারাজীবন কাটিয়ে লেখকের মনে হয়েছে, আজও তার বাড়িঘর, পথঘাট চিনতে পারেননি। কলকাতার এক-একটা অঞ্চল ও পাড়ার ইতিহাস, এক-একটা রাস্তার ইতিহাস নিয়ে রােমান্টিক উপন্যাসের চেয়েও চিত্তাকর্ষক কাহিনি রচনা করা যায়। অবশ্য এই রচনায় থাকতে হবে সজাগ ইতিহাসবােধ ও তথ্যনিষ্ঠা এবং শিল্পবােধের সুষম মিশ্রণ। ছেলেবেলায় লেখকের মনে হয়েছে কলকাতা শহরটাই সারা বাংলাদেশ। পরে বুঝেছেন, কলকাতার বাইরেও বাংলাদেশ আছে। তবু এটা মানতেই হয়, বাঙালি জীবনের প্রধান রঙ্গমঞ্চ কলকাতা শহরকে বাদ দিয়ে নবযুগের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা বিশ্লেষণ করা সম্ভব নয়। সেই কারণেই এ-বইয়ের গুরুত্ব অসীম এবং এর মর্যাদা চিরকালের।

লেখক, গবেষক, সাহিত্য সমালােচক, সাংবাদিক ও সমাজতাত্ত্বিক বিনয় ঘােষ ১৪ জুন ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কালপেঁচা ছদ্মনামেও পরিচিত। তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের যশাের জেলার । তিনি কলকাতার আশুতােষ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাস ও নৃতত্ত্ব বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বিনয় ঘােষের লেখা মার্কসীয় চেতনায় প্রভাবিত। তিনি যেমন রাজনীতি বিষয়ে বই লিখেছেন তেমনি সমাজ ও সংস্কৃতি বিষয়েও তার গবেষণামূলক গ্রন্থ রয়েছে অনেক। রাজনৈতিক বিষয়ে লেখা গ্রন্থগুলাের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি, সােভিয়েত সভ্যতা, ফ্যাসিজম ও জনযুদ্ধ, সােভিয়েত সমাজ ও সংস্কৃতি, মধ্যবিত্ত বিদ্রোহ প্রভৃতি উল্লেখযােগ্য। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তাঁর পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ও সমাজ, নবজাগৃতি, বিদ্যাসাগর ও বাঙালী সমাজ, বিদ্রোহী ডিরােজিও, সুতানুটি সমাচার, বাংলার সামাজিক ইতিহাসের ধারা ছাড়াও আরাে অনেক গ্রন্থ রয়েছে। তিনি বেশ কিছু ছােটগল্পও রচনা করেছেন। বিনয় ঘােষ ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ