উনিশ শতকের চট্টগ্রামের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চার সূচনাক্রম ও উদবোধকগণের কিছু বিবরণ সংরক্ষিত হয়েছে।অন্তর্ভূক্ত হয়েছে রামায়ণ, মহাভারত ও পুরান রচনার সময়ের চট্টগ্রামের ভৌগলিক মানচিত্র, দুষ্প্রাপ্য অনেক কৃতি মানুষের ছবি, জীবনপঞ্জি, ইন্সক্রিপশন ও ফ্যাক্সিমিলি।