রবীন্দ্রভাবনাকে উপনিষদের পটভূমিতে অনেক যশস্বী লেখক দাঁড় করিয়ে উভয়ের আদান-প্রদানের বা মিল-অমিলের একটা হিসেব করেছেন। ১. সেই উপনিষদ যখন গীতা-দুগ্ধের উৎস, ২. তখন রবীন্দ্র ভাবনায় গীতার প্রত্যক্ষ ও পরোক্ষ আভাস থাকতেই পারে। এই সম্ভাবনাটিকে যথাসম্ভব ফুটিয়ে তুলতেই এ গ্রন্থের প্রয়াস।