চলমান জীবনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। এখন সংবাদপত্র মানুষের জীবনে অন্যতম সঙ্গী। মানুষের মত প্রকাশ ও চিন্তা চেতনাকে তুলে ধরা হয় পত্র পত্রিকায়। বাংলাদেশসহ বিশ্বের গণতান্ত্রিক সকল দেশের জনগণের তথ্য জানার অধিকারকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হিসেবে গন্য করা হয়। মানুষ বর্তমান যুগে আরও বেশি করে চায় মত প্রকাশের স্বাধীনতা,সংবাদপত্রের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা।