“তথন আমি কিশোর। নাজির হাট বাজারে বাবার চালের দোকান। বাজার থেকে বাড়ি ফিরছি।বর্ষার রাত।ঝমঝমিয়ে বৃস্টি পড়ছে।কারেন্ট নেই, টর্চলাইটও নেই।চারপাশে ঘনঘোর অন্ধকার।কোথাও পথ নেই।বিজলি চমকায় আর পথ ভেসে উঠে। সেই পথ দিয়ে এগোই। অনুগল্পকে আমার ওই বিজলির মতোই মনে হয়।বিজলির আলোয় কত অন্ধকার পথ হেঁটেছি।”